গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ
এক নজরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান
০১। মোট আয়তনঃ ৪৫১.৮০ বর্গ কিলোমিটার।
০২। মোট জনসংখ্যাঃ ৫,৩০,৫৯২ জন (প্রায়)। পুরুষ-২,৫৪৬২৯ জন (প্রায়) এবং মহিলা- ২,৭৫,৯৬৩ জন (প্রায়)। ২০১১ সালের আদমশুমারি
ও গৃহগণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.০৫ ধরে বর্তমানে প্রাক্কলিত জনসংখ্যা জন।
০৩। জনসংখ্যার ঘনত্বঃ ১১৭৪ জন (প্রতি বর্গ কিঃমিঃ)।
০৪। মোট ভোটার সংখ্যাঃ ৩,১৩,১৭২ জন। পুরুষ- ১৪৯৪২৬ জন এবং মহিলা-১৬৩৭৪৬ জন ।
০৫। মোট খানার সংখ্যাঃ ১১২৭৪৮ টি।
০৬। মোট গ্রামের সংখ্যাঃ ৩৪২ টি। মৌজার সংখ্যাঃ ১৭৮ টি। জনবসতিপূর্ণ মৌজা টি এবং জনবসতিহীন
মৌজা সংখ্যা টি।
০৭। মোট উপজাতি জনসংখ্যা জন। সাঁতাল , পাহাড়ী , অন্যান্য জন।
০৮| প্রতিবন্ধি জনসংখ্যা - জন।
০৯| মোট হিজড়া জনসংখ্যাঃ জন।
১০। মোট মুক্তিযোদ্ধাঃ জন।
১১। মোট জেলে সংখ্যাঃ জন।
১২। মোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১২৯ টি । ছাত্র-ছাত্র সংখ্যা- ৭৮৩৩২ জন। শিক্ষক সংখ্যা- ৪২৪ জন।
১৩। মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৭০ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা- জন।
১৪। মোট কলেজ সংখ্যাঃ ১৪ টি।
১৫। মাদ্রাসার সংখ্যাঃ ৪২ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা- জন।
১৬। কারিগরী বিদ্যালয় সংখ্যাঃ ৬ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা- জন।
১৭| শিক্ষার হার ৪৬.৩ শতাংশ । পুরুষ-৪৪.৮ শাএবং মহিলা-।
১৮। গড় আয়ুঃ ৭১.৬ ( বাংলাদেশ)।
১৯। বাংলাদেশের মাথাপিছু আয়ঃ ১৭৫২ মার্কিন ডলার।
২০। বাংলাদেশের জিডিপি হারঃ ৭.৬৫ ।
২১। অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন প্রতিষ্ঠানঃ টি।
২২। ১ বছরের নিচে শিশু মৃত্যু হার প্রতি হাজারে জন।
২৩। ৫ বছরের নিচে শিশু মৃত্যু হার প্রতি হাজারে জন।
২৪। বাংলাদেশে দারিদ্রের হার ।
২৫। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দারিদ্রের হার- এবং হতদরিদ্রের হার- ।
২৬। বাংলাদেশে নারী নির্যাতনের পরিমাণ ।
২৭। মোট বস্তি খানার সংখ্যাঃ টি। জনসংখ্যাঃ জন। পুরুষঃ জন এবং মহিলাঃ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস